শরীয়তপুরের জাজিরায় পদ্মানদীর মাঝীরঘাট এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে।
মাঝীরঘাট নৌ-পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মাঝীরঘাটের পশ্চিম প্রান্ত থেকে একটু সামনে পদ্মানদীর পারে স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়িকে জানালে নৌ-পুলিশের সদস্যরা পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশকে সাথে নিয়ে লাশটি উদ্ধার করে।
পরে মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ি থেকে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে লাশটিকে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে লাশটি শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটির সুরতহাল প্রতিবেদন অনুযায়ী লাশটি পচেগলে শরীরের চামড়া উঠে গেলেও মাথার চুল ছিলো। তার পরনে সাদা পাজামা, সাদাকালো স্টেপ গেঞ্জি ও লাল রংয়ের ফুল হাতা সোয়েটার ছিলো।
মাঝীরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইন্সপেক্টর সাইফুল আলম জানায়, আমরা দুপুরে খবর পাই মাঝীরঘাট এলাকায় পদ্মানদীতে একজন অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ ভেসে এসেছে। আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পদ্মাসেতু দক্ষিণ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ এএম