বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫,
২০ চৈত্র ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার: মির্জা ফখরুল      প্রতিদিন দোয়া পড়ে শুটিং সেটে যেতাম: নুসরাত       চীনে ড. ইউনূসের যে বক্তব্যে ভারতে তোলপাড়      ট্রাম্পের কাছে বিন্দু পরিমাণ ছাড় পাচ্ছে না ভারত      চট্টগ্রামে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৭      গাজায় ইসরায়েলি হামলায় আরো ৪২ ফিলিস্তিনি নিহত      চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      
গ্রামবাংলা
রাজশাহী বিভাগে আমন সংগ্রহ অভিযান শতভাগ সফলের আশা
শ. ম সাজু ও হাবিবুর রহমান, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৫:২৬ পিএম  (ভিজিটর : ১৫৮)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিভাগে আমন ধান সংগ্রহ অভিযানের শতভাগ লক্ষ্য অর্জনের আশা করছে খাদ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন আশা ব্যক্ত করেছেন রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন। এ সময় রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওমর ফারুক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জানানো হয়, রাজশাহী বিভাগে ২০২৪-২০২৫ অর্থবছরে আমন ধান সংগ্রহ মৌসুমে সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ২৬৩ মেট্রিক টন। আর আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ২৬৩ মেট্রিক টন।

মতবিনিময় সভায় জানানো হয়, রাজশাহী বিভাগের আটে জলায় বুধবার পর্যন্ত ৫৫ হাজার ৩৩৭ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৯ হাজার ৭৬৯ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ সিদ্ধ চাল ও ৭৫ শতাংশ আতপ চাল এরই মধ্যে সংগ্রহ হয়েছে। বাজারে চালের দাম কমার কারণে লক্ষ্যমাত্রার শতভাগ চাল সংগ্রহ হবে বলে আশা করেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।

সভায় জানানো হয়, গত ৯ জানুয়ারি রাজশাহী অঞ্চলের বাজারে মোটা চালের বাজার দর ছিল প্রতি কেজি ৪৯ টাকা ৫২ পয়সা। এ সপ্তাহে মোটা চালের বাজার দর কমে হয়েছে প্রতি কেজি ৪৮ টাকা ৫২ পয়সা। মহানগর, জেলা ও শ্রমঘন এলাকার পাশাপাশি উপজেলা পর্যায়ে খোলাবাজারে (ওএমএস) কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিক্রি কার্যক্রম চলছে। এর ফলে বাজারে চাল ও আটার মূল্যের উপর প্রভাব পড়েছে এবং চাল ও আটার মূল্য হ্রাস পাচ্ছে।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন বলেন, রাজশাহী বিভাগে বেসরকারি পর্যায়ে মোট ৩ লাখ ৫৫ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি প্রদান করা হয়েছে। ইতোমধ্যে ১৪ হাজার ৯২৯ মেট্রিক টন চাল রাজশাহী বিভাগে আমদানি করা হয়েছে। এছাড়া ভারত থেকে আনা ৫০ হাজার মেট্রিক টন চাল চট্টগ্রাম ও মংলা বন্দরে খালাস কার্যক্রম শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যেই খালাস সম্পন্ন হবে।

মতবিনিময় সভায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাঞ্ছারামপুরে আওয়ামী দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
লাখাইয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
ঈদ উদযাপনে অটোরিকশার কদর
সিলেটের চা বাগানগুলোতে দর্শনার্থীদের ভিড়
ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে নিহত ২

সর্বাধিক পঠিত

বোচাগঞ্জে জহুরা ইন্ডাষ্ট্রিজের নিরাপত্তা কর্মীদের বেধে ১১টি গরু চুরি
ভাঙ্গায় আধিপত্য বিস্তারের জেরে পৃথক স্থানে সংঘর্ষে আহত ৩০
গজারিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ৮
তাড়াশে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে নিহত ১
বাঞ্ছারামপুরে আওয়ামী দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close