লাগাতার দাম বৃদ্ধির কারণে কুষ্টিয়ায় চালের বাজার তদারকিতে নেমেছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে টাস্কফোর্স কমিটি শহরের বড়বাজার ঘুরে চালের দাম যাচাই ও মুনাফার হার তদারকি করেন। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারী ও খুচরা ক্রয়-বিক্রয় মূল্যর রশিদ মনিটরিং করেন।
বাজার তদারকি শেষে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, মিল গেটে দাম বেশি নাকি খুচরা পর্যায়ে দাম বেশি। চালের বাজারের প্রকৃত চিত্রটি বের করতে চাচ্ছি। কোথায় অসামঞ্জস্য,কেন দাম বাড়ছে বলে অভিযোগ আসছে। সেজন্য খুচরা পর্যায়ে ও মিলগেটে তদারকির মাধ্যমে ক্রস চেক করা হচ্ছে। তিনি বলেন, বাজারে আমদানি করা চালের দাম কম। তাহলে আদৌ চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পার্থ প্রতীম শীল, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল্ ওয়াজিউর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কেকে/এএম