লালমনিরহাট জেলার আদিতমারী কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে আদিতমারী কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার রায়ের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আদিতমারী কান্তেশ্বর বর্মন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শামসে আরা বেগম, রৌপ্য ইলিশ পদক প্রাপ্ত স্কাউটার ও স্কাউটসের জেলা সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, লালমনিরহাট সরকারী কলেজের অবরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আশরাফুল আলম প্রামানিক, আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা, ডা. নাজিরা পারভীন প্রমুখ।
খেলা পরিচালনা করেন ক্রীড়া প্রতিযোগিতার হাউস সমন্বয়কারী সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন ও ক্রীড়া শিক্ষক সকিনা খাতুন।
ক্রীড়া প্রতিযোগিতায় ছিল দৌড়, চাকতি নিক্ষেপ, লৌহ গুলক নিক্ষেপ, বর্ষা নিক্ষপ, রশি দৌড়, যেমন খুশি তেমন সাজ, ভদ্র মহিলাদের মিউজিক্যাল চেয়ার ও ভদ্র পুরুষদের দ্রুত হাটাসহ ২৫টি ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সুধিজন অংশগ্রহণ করেন।
কেকে/এএম