শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী অভিযান চালিয়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, চেল্লাখালী নদীর উপর নির্মিত বুরুঙ্গা ব্রিজের ৫০০ মিটারের মধ্যে শ্যালুচালিত ড্রেজারে অবৈধভাবে নদীর পাড় ভেঙে বালু উত্তোলন চলছিল। বিষয়টি গোপন সংবাদে জানতে পেরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার ওই স্থানে অভিযান পরিচালনা করে। এসময় বালু উত্তোলন ও পরিবহনে জড়িত ৫ জনকে ৬ মাস এবং ২ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি ড্রেজার মেশিন অপসারণ, ৯টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।
৬ মাসের কারাদন্ড প্রাপ্তরা হলেন- উপজেলার চাঁদগাঁও এলাকার মৃত আব্দুর রহিমের পুত্র মমিনুর আলম, সুরুজ্জামানের পুত্র নজরুল ইসলাম, নন্নী এলাকার ইয়াজুল হকের পুত্র বিল্লাল হোসেন, আব্দুল মজিদের পুত্র হাসমত আলী, শেরপুর সদরের কালিরবাজার এলাকার ময়না চন্দ্র দাসের পুত্র শ্রী সুরেশ চন্দ্র দাস।
৩ মাসের কারাদন্ড প্রাপ্তরা হলেন- চাঁদগাঁও এলাকার ইউসুফ আলীর পুত্র শাজাহান ও আন্ধারুপাড়া এলাকার মৃত পনেলের পুত্র অনিল।
অভিযানে পুলিশ, ব্যাটালিয়ন আনসার, বন বিভাগ ও গ্রাম পুলিশ সহযোগিতা করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
কেকে/এজে