হাইওয়ে পুলিশের ট্রাফিক প্রসিকিউশন জরিমানা আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কমিউনিটি ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো রংপুর রিজিয়নন।
বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারী ) দুপুরে নগরীর কটকিপাড়ায় রিজিওনাল কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।
এসময় রংপুর রিজিওন হাইওয়ে পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ফাস্ট আ্যাসিস্ট্যাল্ট ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম, রংপুর শাখার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম, সিনিয়র অফিসার আইসিটি ডিভিশন শরিফুর আহসান, রবিউল ইসলামসহ উভয়পক্ষের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট রব্বানী।
এসময় হাইওয়ে এসপি বলেন, ট্রাফিক আইনের মামলা বা জরিমানার অর্থ প্রদান করতে গিয়ে গ্রাহকদের হয়রাণি, ভোগান্তি লাঘোব এবং স্বচ্ছতা নিশ্চিতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
ব্যাংকের ডিবিট ও ক্রেডিট কার্ড দিয়েও জরিমানার অর্থ দেয়া যাবে। যা এই অঞ্চলের ট্রাফিকিং কার্যক্রম জোড়দার করবে।
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পূর্বের চুক্তি অনুযায়ী শুধুমাত্র ইউসিবি ব্যাংকের উপায় (upay app) এ্যাপস এর মাধ্যমে ট্রাফিকের জরিমানার টাকা পরিশোধ করা যেত। বর্তমান চুক্তি অনুযায়ী বাংলাদেশের সকল ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট সহ সকল ব্যাংকের মোবাইল ফাইনান্স এন্ড পেমেন্টস এ্যাপসের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করতে পারবে।
কেকে/এইচএস