কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকা থাকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে সেনাবাহিনী সদস্যরা কবিরুল ইসলাম শিকদারকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম। তিনি বলেন, আজ বিকেলে গ্রেফতার কবির শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, গ্রেফতার কবীর শিকদারের বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে৷ তবে মামলাগুলো ৫ আগস্টের আগের। বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি ) দিবাগত গভীর রাতে সেনাবাহিনী নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় কবির শিকদার বাড়িতেই ছিলেন। পরে তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়।
কেকে/ এইচএস