সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাজিমাত করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদেই নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থিরা। সভাপতি হয়েছেন সিলেট নগরীর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ও সাধারণ সম্পাদক হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবের।
ভোট গননা শেষে শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। এর আগে বৃহস্পতিবার দিনভর উৎসব মুখর পরিবেশে আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করেন ৬৫ জন।
ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল ৭৭০ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বিএনপি নেতা অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন পেয়েছেন ৬৫৮ ভোট। সহ-সভাপতি-১ পদে বিজয়ী হয়েছেন জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন)। সহ-সভাপতি ২ পদে অ্যাডভোকেট মো. মখলিছুর রহমান বিজয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু পেয়েছেন ২৮৫ ভোট। এছাড়া যুগ্ম সম্পাদক-১ হয়েছেন অ্যাডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক ২ অ্যাডভোকেট মো. রব নেওয়াজ রানা, সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সমাজ বিষয়ক অ্যাডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ছয়ফুল আলম, সহকারি নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল ও মো. কাওছার জুবায়ের, সহ সম্পাদক পদে অ্যাডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, সাহেদ আহমদ, কাওছার আহমদ বিজয়ী হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য পদে অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন, এ.এস.এম. আব্দুল গফুর, এ.কে.এম. ফখরুল ইসলাম, মো. জামিলুল হক জামিল, আব্দুল মালিক, কল্যাণ চৌধুরী, আশিক উদ্দিন, জুবের আহমদ খান, আবু মো. আসাদ, মো. আলীম উদ্দিন এবং মো. ছয়ফুল হোসেন নির্বাচিত হয়েছেন।
কেকে/এএম