“মাদকমুক্ত সমাজ চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (১৭ জানুয়ারি ) সকালে শেখপাড়া সোসাইটি, শেখপাড়া প্রবাসী ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে আনোয়ারার বিভিন্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মীর কাশেমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আবদুল গফুর, শাহাদাত হোসেন, নুর মুহাম্মদ সাওদাগর, স.ম এনামুল হক, ইউছুপ মুন্সি, আইয়ুব আলী, যুবক দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মো. হারুন, সাইফুল, জাহাঙ্গীরসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে মাদক পাচার হচ্ছে সর্বত্র। মাদকাসক্তের সংখ্যা দিন দিন চরম আকারে বৃদ্ধি পাচ্ছে। মাদক সেবন করে শুধু নিজেকে ধ্বংস করছে না পরিবারকেও ধ্বংস করছে।
বক্তারা আরো বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
শেখপাড়া সোসাইটি, শেখপাড়া প্রবাসী ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন মানববন্ধন থেকে জানান, আনোয়ারায় মাদকে আসক্ত হয়ে এলাকার যুব সমাজের বড় একটি অংশ আজ বিপথগামী। মাদকসেবীদের পরিবার সমাজ তাদের যন্ত্রণায় অতিষ্ট। মাদকসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা দূর করতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেন তিনি।
মানববন্ধনে অংশগ্রহণ করেন স্বেচ্ছা সেবক সংগঠন, স্কুলের ছাত্র-ছাত্রী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।
কেকে/এএম