জয়পুরহাটের কালাই সাংবাদিক পরিষদের ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সাংবাদিক পরিষদের অস্থায়ী কার্যালয়ে কমিটির আহ্বায়ক সউদ তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে কালাই সাংবাদিক পরিষদের দ্বি-বার্ষিক কমিটিতে মো. শাহারুল আলমকে সভাপতি (দৈনিক সমকাল), মো. মুনছুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি (দৈনিক নয়াদিগন্ত), সহ-সভাপতি মো. সাজ্জাদুর রহমান (দৈনিক সকালের সময়), আব্দুল করিমকে সাধারন সম্পাদক (দৈনিক দিনকাল) এবং অ্যাডভোকেট রায়হান আলীকে যুগ্ম সাধারন সম্পাদক (দৈনিক আমার দেশ), নির্বাচিত করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- আব্দুল বাতেন অর্থ সম্পাদক (দৈনিক আজকালের খবর), মো. মাহফুজ রহমান দপ্তর সম্পাদক (নাগরিক টিভি), মো. মোকাররম হোসাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক (দৈনিক খোলা কাগজ), নির্বাহী সদস্য সউদ তালুকদার (দৈনিক কালের কণ্ঠ), মো. কামরুল হাসান (দৈনিক আজকের দর্পণ), মো. রেজুওয়ানুল হক(দৈনিক সকলের খবর)।
সাধারন সদস্য মো. ফেরদাউস বারী সোহেল (দৈনিক মায়ের আঁচল), মো. তাইফুল ইসলাম বাবু (দৈনিক নবজাগরণ) এবং সামছুল হক (সিএনএন বাংলা)।
কেকে/এএম