শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
বাংলা English

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
শিরোনাম: গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান      দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ ও স্ত্রী বুশরার ৭ বছরের কারাদন্ড      রাজধানীতে ট্যানারি গোডাউনে আগুন      শেখ পরিবারের রক্ত থাকায় টিউলিপ সিদ্দিক দুর্নীতিতে জড়িয়েছেন: রিজভী      অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতি নষ্ট করা যাবে না: সৈয়দা রিজওয়ানা      তোফাজ্জল হত্যায় জড়িত ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র      দিয়ালোর হ্যাটট্রিকে সহজ জয় ম্যানচেস্টারের      
গ্রামবাংলা
মাদারগঞ্জ উপজেলা তথ্য বাতায়নে বহাল শেখ হাসিনার ছবি
এম আর সাইফুল, মাদারগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৫:২৮ পিএম  (ভিজিটর : ১৫৭)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় তথ্য বাতায়নে বিভিন্ন দপ্তরের কভারফটোতে বহাল শেখ হাসিনার ছবি। নেই গুরুত্বপূর্ণ অনেক দপ্তরের কর্মকর্তাদের নাম।

৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেন আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড. ইউনূস। ফলে দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান থেকে শুরু করে সবজায়গা থেকে সরানো হয়েছে শেখ হাসিনার ছবিসহ আওয়ামী আমলের দলীয় নানা ছবি কিংবা দৃশ্য। কিন্তু দেশের সব জায়গা থেকে সরানো হলেও মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা জাতীয় তথ্য বাতায়নের বেশ কয়েকটি সরকারি অফিসের সাইটের কভারফটোতে বহাল শেখ হাসিনার জনসমাবেশের হাসিমাখা ছবি।

সরকারি অফিসগুলোর মধ্যে উপজেলা শিক্ষা অফিস, উপজেলা সার্ভার স্টেশন, উপজেলা পোস্ট অফিস, উপজেলা পল্লী দারিদ্র্য  বিমোচন ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি অফিসের কভার ফটোতে শেখ হাসিনার ছবি বহাল দেখা যায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, ৫ আগস্টের পর অফিস থেকে শেখ হাসিনা ও শেখ মজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। অফিসে নিম্নমান সহকারী ফারুককে তথ্য বাতায়ন থেকে শেখ হাসিনার ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন কেন তথ্য বাতায়নে শেখ হাসিনা রয়েছে সে বিষয়ে ফারুককে শোকজ করব। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জিনিয়ার নূর আলম বলেন, উপজেলার সকল দপ্তরকে জানানো হয়েছে তথ্য বাতায়নসহ অফিস থেকে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য না এমন সকল ছবি সরিয়ে ফেলার জন্য। কোনো দপ্তরে এমন ছবি থাকলে ওই কর্মকর্তা এর জন্য দায়ী থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ বলেন, এটা দুইদিন আগে আমি অবগত হয়েছি, আপনারা হয়তো জানেন আমি জয়েন করেছি গত নভেম্বর মাসে, এটাতো আসলে তারও আগেই ঠিকঠাক করে ফেলার কথা এবং ৫ আগস্টের পরেই। বিভিন্ন সময়ে করা হয়নি, এটা জানারপর আমাদের দপ্তরের দপ্তর প্রধানদের বলেছি যাতে এ ধরনের কোনো ফটো না থাকে যদিও ভুলবশত কোনো অয়েবসাইটে দেখা যায় তা যেন সরিয়ে ফেলে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান
নাট্যাচার্য ড. সেলিম আল দীন
ভালোবাসার গোলকধাঁধা
ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুজাহিদ, সেক্রেটারি সাকী

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান
কালাই সাংবাদিক পরিষদের কমিটি গঠন
মাদারগঞ্জ উপজেলা তথ্য বাতায়নে বহাল শেখ হাসিনার ছবি
যবিপ্রবির কোষাধ্যক্ষ হলেন শাবিপ্রবির অধ্যাপক হোসাইন আল মামুন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝