দুর্নীতি, বৈষম্য এবং দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার গত সাড়ে ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, গুম এবং নির্যাতন করেছে। তিনি বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ দেশের জ্ঞানী ও অভিজ্ঞ মানুষদের হত্যা করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরাচারী শাসন কায়েম করেছে।
তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ও তার দোসররা দেশের ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এসব অর্থ ফেরত এনে দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে।
ছাত্র-জনতার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তরুণ সমাজের নেতৃত্বে দেশ নতুন স্বাধীনতা পেয়েছে। আমরা রক্ত দিয়ে হলেও এই স্বাধীনতা ধরে রাখব।
এ সময় তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছ। কালো টাকা ও পেশীশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা জেলা জামায়াত আমির অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এএম