জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নবীন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় সাংবাদিক ফোরামের নতুন সদস্যদের ভাইভা অনুষ্ঠিত হয়। ভাইভা বোর্ডে সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু, সাধারণ সম্পাদক রোকন বাপ্পি, ফোরামের বিভিন্ন কার্যকরী সদস্যসহ সাংবাদিকতায় ইচ্ছুক প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি শাকিল বাবু বলেন, জাককানইবি সাংবাদিক ফোরামের সদস্য হওয়ার জন্য ভাইভা একটি গুরুত্বপূর্ণ ধাপ যা তাদের দক্ষতা, জ্ঞান এবং পেশাদারিত্বের মূল্যায়নের সুযোগ তৈরি করে। এটি সদস্যদের মেধা ও যোগ্যতা প্রমাণের পাশাপাশি তাদের কার্যক্ষমতা নির্ধারণে সহায়ক। ভাইভা প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত প্রতিভা ও যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব। সাংবাদিক ফোরামের সুষ্ঠু কার্যক্রম ও দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতে এ প্রক্রিয়া অত্যন্ত জরুরি। পেশাদার সাংবাদিকতার মান বজায় রাখতে এটি একটি স্বচ্ছ এবং ন্যায্য মূল্যায়ন পদ্ধতি।
সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন, সাংবাদিক ফোরামে এ নিয়ে তৃতীয়বারের মতো সম্পন্ন হলো সদস্য আহ্বান কর্মসূচি। প্রতিবারই প্রচুর উৎসাহ-উদ্দীপনা নিয়ে সংগঠনে যুক্ত হয়েছে একাধিক প্রতিভাবান এবং প্রচণ্ড গতিশীল নতুন নতুন সাংবাদিকবৃন্দ। প্রতিবারের মতো এবারও সেই একই ধারা অব্যহত থাকবে বলে আমি আশাবাদী। যারা সাংবাদিক ফোরামের পথ চলায় চিরকাল স্বপ্ন সারথি হয়ে কাজ করে যাবে।
গত ৩ ডিসেম্বর ২০২৪ থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনলাইনে সদস্য আহ্বান করা হয়েছিল।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শুরু থেকেই তারা সততা, নিষ্ঠা ও গৌরবের সাথে সাংবাদিকতা করে আসছে।
কেকে/এএম