সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির দিনে কেন্দ্রীয় কারাগারের সামনে ঘটেছে একাধিক অপ্রত্যাশিত ঘটনা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তার মুক্তির আনন্দে হাজারো মানুষের ভিড়ের মধ্যে পকেটমারদের সক্রিয়তায় শতাধিক মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী খোয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, বাবরের মুক্তির খবর শুনে রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ কারাগারের সামনে ভিড় করে। তবে প্রিয় নেতার মুক্তির আনন্দে অনেকেই মোবাইল ও মানিব্যাগ হারিয়ে হতাশায় ভুগছেন।
ভুক্তভোগী ইমরান ইস্পাহানি জানান, কারাগারের সামনে মোবাইল দিয়ে ভিডিও করছিলাম। মোবাইলটি পকেটে রাখার পরপরই হাত দিয়ে দেখি সেটি নেই।
একই অভিজ্ঞতা শেয়ার করেন আসাদ, যিনি ঢাকার বিমানবন্দর থেকে এসেছিলেন। তিনি জানান, মানিব্যাগ সামনের পকেটে রেখেও রক্ষা হয়নি। চোখের পলকে চুরি হয়ে গেছে। আমার এক বন্ধুর মোবাইলও হারিয়েছে। এমন দিনে খুশির বদলে কান্না পাচ্ছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, চোর চক্রের দুই সদস্যকে আটক করা হলেও তাদের কাছ থেকে কোনো চুরি যাওয়া সামগ্রী পাওয়া যায়নি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।
কারাগারের নিরাপত্তাকর্মীরা জানান, এত বড় জনসমাগমে পকেটমাররা সুযোগ কাজে লাগিয়েছে। তবে এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।
কেকে/এএম