মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি      পরিকল্পিত ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন      বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিডার আশ্বাস      সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন      ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা      হাতিরঝিলে অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ রাজউক চেয়ারম্যানের      
রাজনীতি
চাঁদাবাজ ও খুনিদেরকে মানুষ ক্ষমতায় চায় না: চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৮:০৮ পিএম আপডেট: ১৭.০১.২০২৫ ৮:১৬ পিএম  (ভিজিটর : ১১৮)
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বাংলাদেশের জনগণ অতীতে ক্ষমতায় থাকা চাঁদাবাজ ও খুনিদের পূনরায় ক্ষমতায় দেখতে চায় না।

শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, যারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, পিআর পদ্ধতির নির্বাচন পছন্দ করছেন না, জনগণ তাদের সাথে নেই। এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। তারা চাঁদাবাজ, জায়গা দখলকারী, খুনি ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। তিনি আরো বলেন, আপনারা হয়তো মনে করেন, আপনাদের পায়ের নিচে মাটি আছে, কিন্তু বাস্তবে মাটি সরে গেছে।

চরমোনাই পীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষাধিক যুবকের অংশগ্রহণে অনুষ্ঠিত যুব কনভেনশনে তার বক্তব্যে স্বাধীনতার পরের ৫৪ বছরের শাসনকালে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, এদের কাছে আর কিছুই নেই। তারা দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া বানিয়েছে এবং দেশের মানুষ তাদের আস্থার ওপর দাঁড়িয়ে নেই।

তিনি আরো বলেন, এদেশের মানুষ এখন সজাগ হয়ে গেছে এবং চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে একযোগভাবে আন্দোলন করতে প্রস্তুত। দেশের মানুষ চাইছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, এবং এর জন্য পিআর পদ্ধতির নির্বাচন হতে হবে।

পীর সাহেব চরমোনাই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা জনতার সেন্টিমেন্ট নিয়ে ক্ষমতায় এসেছেন। কিন্তু সংস্কারের গতি মন্থর কেন? যদি কাঙ্খিত সংস্কার না হয়, তবে নির্বাচন হতে দেওয়া হবে না।

ভারতের প্রতি মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার নিয়ম অনুসরণ করবে, কিন্তু তাদের আচরণ বন্ধুত্বপূর্ণ ছিল না। তিনি আরো বলেন, যদি আপনারা ভারতের দোসরদের খুশি করতে চান, তবে দেশের জনগণ আপনাদের ক্ষমতায় আসতে দেবে না।

চরমোনাই পীর আন্দোলনের ঘোষণা দিয়ে বলেন, পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে, যাতে প্রত্যেক ভোটারের ভোটের অধিকার বাস্তবায়িত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জন্য আন্দোলন করবে এবং এই সিস্টেম বাস্তবায়িত না হলে আমরা রাজপথে থাকব।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুবকরা যখন আত্মশুদ্ধি ও আল্লাহর পথে সংগ্রামের চেতনায় উজ্জীবিত হয়, তখন তাদেরকে পরাজিত করা সম্ভব নয়। তিনি বলেন, এদেরকে লুটেরা, চরিত্রহীনদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত থাকতে হবে।

সংবিধান সংশোধন প্রস্তাবের ওপর আলোকপাত করে পীর সাহেব বলেন, সংবিধানে ৫০৫টি আসন রাখা হয়েছে, তবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন চাই না। নারীদের জন্য নির্দিষ্ট কোনো আসন চাওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, প্রত্যেক নির্বাচনের পিআর পদ্ধতিতে হওয়া উচিত, এক কক্ষ বা দ্বি-কক্ষ যাইহোক।

মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি, তার বক্তৃতায় বলেন, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির নির্বাচন হলে দেশের যুব সমাজ ঐক্যবদ্ধ থাকবে এবং কোনোভাবেই দূর্নীতিবাজ, চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না।

উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি নেতা নুরুল ইসলাম নয়ন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুফতী রেজাউল করীম আবরার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু এবং আরো অনেকে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়, যার সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান মুজাহিদ, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মারুফ শেখ, এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মুফতী মানসুর আহমদ সাকী নির্বাচিত হয়েছেন।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  ইসলামী আন্দোলন   চরমোনাই পীর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লোহাগাড়া থানা থেকে অস্ত্র লুটের মূলহোতা গ্রেফতার
‘আমার লজ্জা নেই’ পোশাক-চেহারা বিতর্কে যা বললেন বিদ্যা
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও, বিক্ষোভকারীদের ওপর বিএনপির হামলা
ধানক্ষেতে বন্যহাতির তাণ্ডব, নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর
শ্রীমঙ্গলে ‘তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম’ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন

সর্বাধিক পঠিত

কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়র তফাজ্জলের বিরুদ্ধে
মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি
কাউনিয়ায় আ. লীগ সাধারণ সম্পাদক হান্নান গ্রেফতার
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close