কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায় অভিনয়ের ব্যাপারে আলোচিত নায়িকা পরীমনি সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন। দেবরাজ সিং পরিচালিত এই সিনেমায় অভিনয় করার কথা বলার সময় পরীমনি জানান, তিনি আসলে কলকাতায় অভিনয়ের জন্য যাননি, বরং মাতৃত্বের দায়িত্বে ডুবে ছিলেন। তবে, সিনেমায় তার চরিত্র শুনে তিনি সেটি করার জন্য রাজি হয়ে যান।
পরীমনি সিনেমা ও প্রেম সম্পর্কিত নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। যখন তাকে প্রশ্ন করা হয়, আপনি কি খুব দুষ্টু? তখন তিনি হেসে বলেন, ওইটি আমার ছোটবেলার বন্ধু। প্রথম নাচ করতে গেলে ও ছিল আমার বন্ধু, সেই বন্ধু। একদিন গাড়িতে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ মনে হলো, এরকম কিছু করি দেখি!
তিনি আরো জানান, তার প্রেমের জীবন নিয়ে অনেকেই দুশ্চিন্তা করেন, কিন্তু পরীমনি স্পষ্ট বলেন, আমি আর প্রেমে পড়ি না, আমি সেই জোন থেকে বেরিয়ে এসেছি। সবার শুভেচ্ছা পেয়ে পরী বলেন, আমার প্রেম হলে সবার এত সমস্যা কেন? তিনি জানান, তার প্রেমের জীবন নিয়ে যতটা মাথাব্যথা, অন্যদের তার চেয়েও বেশি।
পরে পরীমনি আরও জানান, আমি কারও হবো না, তাতে লোকে খুশি থাকে। এমনকি তার প্রেমের কোটা শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এত প্রেম করেছি, আমার মতো ফাটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি!
এছাড়া, জীবনের অভিজ্ঞতা নিয়ে পরীমনি বলেন, জীবন অনেক কিছু শিখিয়েছে, অনেকভাবে চলতে শেখাল। সম্ভবত, আমি এখন সেই অবস্থায় আছি।
কেকে/এএম