সিলেটে সাত মামলার পলাতক আসামী ডাকাত সর্দার ইসলাম উদ্দিন ওরফে সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইসলাম উদ্দিন (৪৫) জকিগঞ্জের চারিগ্রামের চানপুর মৃত ফয়জুল হকের ছেলে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে ৭টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এছাড়াও বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।
কেকে/এএম