ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান মুজাহিদ। তিনি এর আগে সংগঠনটির সহ-সভাপতি ছিলেন।
নতুন সেশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ। আর পূনরায় সংগঠনটির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মুফতি মনসুর আহমদ সাকী।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের পঞ্চম জাতীয় যুব কনভেনশনে নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। নতুন কমিটির দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান তিনি।
বিদায়ী সভাপতি মাওলানা নেছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কনভেনশনে ইসলামী আন্দোলনের সিনিয়র নেতারা বক্তব্য দেন। কনভেনশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পিআর সিস্টেমে (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রয়োজন হলে আন্দোলনের মাধ্যমে এই পরিবর্তন আনব।
চরমোনাই পীর বলেন, মায়ের কোল খালি করার রাজনীতি, বিদেশে টাকা পাচার ও বেগমপাড়া তৈরি করার অপচেষ্টা বাংলার মানুষ মেনে নেবে না। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য রক্ত দিতে হলেও আমরা প্রস্তুত।
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন সজাগ। চাঁদাবাজ ও দখলকারীদের রাজনীতি আর চাই না। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে সবাইকে কাজ করতে হবে।
কেকে/এএম