ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অবদান রাখায় ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী মো. আহসান হাবীব লেলিন।
তবে তিনি অনুপস্থিত থাকায় তার পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন নীলসাগর গ্রুপের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড লজিস্টিক) মো. মাহাবুব আলম মানিক।
শুক্রবার (১৭ জানুয়ারি) গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজনে হোটেল হলিডে ইনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব, বিটিআরসির সাবেক চেয়ারম্যান ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. মো. আবু তারিক এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাভিশনের বার্তা প্রধান ড. আব্দুল হাই সিদ্দিক, এনটিভির পরিচালক নূর উদ্দিন আহমেদ, চ্যানেল আই’র পরিচালক কণা রেজা, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও সিওও তসিক আহমেদ, এটিএন বাংলার প্রোগ্রাম অ্যান্ড ট্রান্সমিশনের উপদেষ্টা তাসনোভা মাহবুব সালাম প্রমুখ।
কেকে/এজে