ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের পশ্চিম পাড়া মরহুম সুন্দর আলীর ছেলে কাঠমিস্ত্রী ফুল মিয়া(৪৫)।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল চারটার সময় একই গ্রামের প্রবাসী কামাল মিয়া বাড়িতে কাজ করতে গিয়ে গাছের ঢাল কাটার সময় পল্লী বিদ্যুতের মেইনলাইনে বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয়।
পরে তাকে দ্রুত উপজেলা সরকারি ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুল মিয়া মৃত্যুকালে অসহায় ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
মৃতের প্রতিবশী ও মানবাধিকার কর্মী আরিফুল ইসলাম মাসুম বলেন, ফুল মিয়া ব্যক্তি জীবনে সৎ ও কর্মঠ ছিল। কাস্টমারের বাড়ির মেরামতের কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হন, পরে তার মৃত্যু হয়।
কেকে/এজে