বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
শিরোনাম: সারা দেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের      জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা      আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান      বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র      ‘নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে’      ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন      প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল      
গ্রামবাংলা
প্রবাসী থেকে সফল উদ্যোক্তা, জিলানীর কুল চাষে বাজিমাৎ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ২:৩৯ পিএম  (ভিজিটর : ৩৫৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রবাস জীবন শেষে দেশে ফিরে সফলতা অর্জনের দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপ‌জেলার আইয়ূবপুর গ্রা‌মের আব্দুল কাদের জিলানী। মাত্র ৩ লাখ ২০ হাজার টাকা বিনিয়োগ করে চার বিঘা জমিতে গড়ে তোলা কুল বাগান আজ তাকে বছরে প্রায় দশ লাখ টাকার আয় দিচ্ছে। তার এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে যেমন নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে, তেমনি অন্যদেরও অনুপ্রাণিত করেছে।

উদ্যোগের সূচনা ২০২১ সালের শেষ দিকে আব্দুল কাদের জিলানী ও তার পার্টনার মো. নাসির উদ্দিন তাদের পিতার জমি কাজে লাগিয়ে বলসুন্দরী ও কাশ্মিরি আপেল জাতের কুল চাষ শুরু করেন। জমিটি মরহুম তরিকুল আসলাম মাস্টারের ছিল। প্রথম বছর জমিতে পানি জমে যাওয়ার চ্যালেঞ্জের মুখে পড়লেও পরিশ্রম ও সঠিক পরিচর্যার মাধ্যমে তারা সেটি কাটিয়ে উঠেন।

কুলের মুকুল আসে সেপ্টেম্বরের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি। ফেব্রুয়ারির শুরুতে ফল খাওয়ার উপযোগী হয়। ফরমালিনমুক্ত কুল প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হয়, যা পাইকাররা সরাসরি বাগান থেকে নিয়ে যায়। পার্শ্ববর্তী হোমনা, নবীনগর, আড়াইহাজার, রায়পুরা, মুরাদনগরে জিলানীর এই সুমিষ্ট কুল চলে যায় পাইকার হয়ে গ্রাহকদের কাছে।

বাগানে প্রতিদিন আব্দুল কা‌দির জিলানীসহ ৪ জন নিয়মিত কাজ করেন। সঠিক পরিচর্যা ছাড়া ভালো ফলন সম্ভব নয় বলে তিনি মনে করেন। পরিচর্যার ক্ষেত্রে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন, যাতে ফলের মান ধরে রাখা যায়।

বরই শুধু সুস্বাদু নয়, পুষ্টিগুণেও অনন্য। এতে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, হজম প্রক্রিয়া উন্নত করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হার্টের জন্য উপকারী।

বরই কেবল তাজা খাওয়ার জন্যই নয়, এটি দিয়ে বিভিন্ন খাবারও তৈরি করা যায়। বরইয়ের আচার, ঝাল-মিষ্টি চাটনি, শুকনো বরই, জ্যাম-জেলি এবং স্বাস্থ্যকর পানীয় তৈরি করা হয়ে থা‌কে।

আব্দুল কাদের জিলানী আরও জমি পেলে কুল ছাড়াও অন্যান্য ফলের বাগান করার পরিকল্পনা করেছেন। তিনি বলেন, “আমাদের দেশের মাটিতে সঠিক পরিচর্যা করলে যে কোনো ফলের ভালো ফলন সম্ভব।

তার এই উদ্যোগ দেখে অনেকেই কুল বাগান করতে আগ্রহী হয়েছেন। তিনি বলেন, “আমার ইচ্ছা, সবাই যেন বাগান করতে উদ্বুদ্ধ হয়। কৃষি খাতের উন্নয়নে আমাদের সবাইকে কাজ করতে হবে ।আমার কাছ থেকে বিভিন্ন জাতের বড়ুই এর কলম নিয়ে অন্ততঃ ৫০ জন চাষী বড়ুই এর চাষ করে স্বাবলম্বী হয়েছেন।"

প্রবাস থেকে ফিরে নিজের দেশে সফল উদ্যোক্তা হওয়ার এই গল্প প্রমাণ করে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কেউ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আব্দুল কাদের জিলানীর মতো উদ্যোগ যদি আরও ছড়িয়ে পড়ে, তবে এটি কৃষি খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন বলেন,জিলানীর কুল এখন পুরো এলাকায় একটা ব্রান্ড। তার বাগানের কুল মানেই হলো মিষ্টি, সুস্বাদু ও ফরমালিনমুক্ত। আমি সবসময়ই তার সাথে যোগাযোগ রেখে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। তার কুল এলাকার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় চাহিদা মিটিয়ে সুনাম অর্জন করেছে।"

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কেরানীগঞ্জে আইওএম’র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে নিহত ১
কুয়েটে ভিসির পদত্যাগের পক্ষে-বিপক্ষে পাল্টা-পাল্টি বিক্ষোভ
সারা দেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
বকশীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

মুচলেকা দিয়ে ফের শিক্ষক লাঞ্ছিত করেছেন প্রধান শিক্ষক!
ধামরাইয়ে ‘জুলাই ২৪’ শহিদ সাদের নামে রাস্তার কাজ উদ্বোধন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অসন্তুষ্ট বিএনপি: মির্জা ফখরুল
ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে অটোরিকশা খাদে পড়ে নিহত ১ আহত ৩
উল্লাপাড়ায় সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ, থানায় মামলা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close