উদীচী গাজীপুর জেলা সংসদের সভাপতি ডাক্তার রতিশ কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় গাজীপুর মহানগরীর হাতিয়ার এলাকায় মিলেনিয়াম স্কুলে এক সম্মেলনে এ ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে উদীচী কেন্দ্রীয় সহ-সভাপতি শিবানী ভট্টাচার্য বলেন, আজকের গাজীপুর জেলা সম্মেলনে একটি কথা না বলেই পারছি না, আমরা যখন স্লোগান দিই। আমরা বলি, আমি কে? তুমি কে? বাঙালি বাঙালি। আসলে না। আমি কে? তুমি কে? আদিবাসী বাঙালি। আদিবাসী বাদ দিয়ে আমরা সামনের দিকে চলতে পারবো না। আদিবাসীর উপরে অনেক অনেক আঘাত আসতেছে। তারাও আমাদের সহযোদ্ধা। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে।
শিবানী ভট্টাচার্য বলেন,একটা কথা মনে রাখতে হবে উদীচী সবসময় বিরোধী দল। যখন যে সরকার আসে ওই সরকারে যদি কোনো অনিয়ম হয়, উদীচী সবার আগে রাস্তায় নেমে প্রতিবাদ করে।
শিবানী ভট্টাচার্য বলেন, বর্তমানে দেশের যে অবস্থা। আমরা কিন্তু খুব একটা ভালো অবস্থায় আছি বলে মনে করি না। আগামীতে কী হবে সেটাও আমরা বলতে পারি না। সেজন্য আমাদেরকে আরো অনেক বেশি বলিষ্ঠ হতে হবে। উদীচীকে এগিয়ে আসতে হবে। উদীচী যদি এগিয়ে আসে, তাহলে আশেপাশের যে সকল ভাতৃপ্রতিম সংগঠন আছে, সেগুলো অনেক সাহস পাবে। আমাদের ভাতৃপ্রতিম সংগঠন আছে অনেক। তাদেরকে সাথে নিয়ে একসাথে আমরা কাজ করব। এক ভাবে কাজ করব। এই হলো আমাদের প্রত্যয়। আমরা করব জয়, আমরা জয় করবোই। উদীচী কখনোই ঘরে ফিরে যাবে না। উদীচী কখনোই ভয় পায় না। উদীচী কোনো কিছুকেই ভয় পায় না, সব সময় সামনের দিকে এগিয়ে যাবে।
শিবানী ভট্টাচার্য বলেন, আমরা সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দলের সংগঠনের লোক নই। একটি প্রগতিশীল স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন এবং এই সাংস্কৃতিক সংগঠনটি জিয়ে রাখতে হলে সাংস্কৃতিক আন্দোলন দরকার। আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে যেমন, সংগীত, নৃত্য, আবৃতি, চলচ্চিত্র। তাদের মাধ্যমে আমাদেরকে প্রতিবাদ তুলে ধরতে হবে।
গাজীপুর জেলা সিপিবি সভাপতি জয়নাল আবেদীন খান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে ১৯৭২ সালের সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সংবিধানকে যারা ছুড়ে ফেলতে চায়, কবর দিতে চায়। আমি বলতে চাই, যারা ৭২ এর সংবিধানকে কবর দিতে চায়, তাদের কবর দেওয়াটা কিন্তু সম্ভব নয়। এদেশের মানুষ রক্ত দিয়ে যে সংবিধান প্রতিষ্ঠা করেছে, প্রণয়ন করেছে। আমরা সেই ৭২ এর সংবিধানকে কখনো কবর দেওয়া সম্ভব নয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র অর্থ সম্পাদক ও বাংলাদেশ গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক কেন্দ্রের সাধারণ কাজী রুহুল আমীন বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে বৈষম্য থাকতে দেবো না। পুঁজিবাদী, সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে সকল প্রগতিশীল মানুষ এক হয়ে কাজ করতে হবে।
সকাল ১০ টায় স্থানীয় শিক্ষানুরাগি মমিন উদ্দিন মোল্লা সম্মেলন উদ্বোধন করেন।
উদীচী জেলা সভাপতি হেলাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র অর্থ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক কেন্দ্রের সাধারণ কাজী রুহুল আমীন, শেখ আনিসুর রহমান, শিখা সেন গুপ্তা, নুরুল আমীন সিকদার, নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
সম্মেলনে জেলার হাতিয়াব শাখা, কাপাসিয়া শাখা, বাংলা বাজার শাখা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
কেকে/এএম