বুধবার, ৯ এপ্রিল ২০২৫,
২৬ চৈত্র ১৪৩১
বাংলা English

বুধবার, ৯ এপ্রিল ২০২৫
শিরোনাম: ভারতে ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে মিছিল      হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার      ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে গেলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী      ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১০ মামলা, গ্রেফতার ৭২       বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ      বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্টের পরিকল্পিত ষড়যন্ত্র      ‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’, সাংবাদিককে হুমকি যুবদল নেতার       
গ্রামবাংলা
বেগমগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১০:৩৬ এএম  (ভিজিটর : ১৫২)
নিহত আব্দুর রহমান হৃদয় । ছবি: প্রতিনিধি

নিহত আব্দুর রহমান হৃদয় । ছবি: প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমান হৃদয় (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় রাসেল নামে আরও এক যুবক ছুরিকাঘাতে আহত হয়। 

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান হৃদয় চৌমুহনী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকার সওদাগর বাড়ির সেলিমের ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন। 
 
নিহতের পরিবারের লোকজন জানান, কয়েকদিন আগে হৃদয়ের বন্ধু আশিকের কাছ থেকে ৫হাজার টাকা ধার নেন গোলাবাড়ি এলাকার মুরি বাড়ির শাহ আলমের ছেলে বাবু (৩৫)। পরবর্তীতে বিভিন্ন সময় টাকা ফেরত চাইলে বাবু না দিয়ে তালবাহানা শুরু করে। একপর্যায়ে বাধ্য হয়ে আশিক বিষয়টি বাবুর বড় ভাই রনিকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে আশিকের বন্ধু হোসেন ও সাগরকে তুলে নিয়ে আটকে রেখে মারধর করে বাবু। 

হোসেন ও সাগরকে আটকে রেখেছে এমন খবর পেয়ে রাতে রাসেলকে নিয়ে বাজারের দিকে যায় হৃদয়। পথে তারা চৌমুহনী পৌর ভূমি অফিসের সামনে পৌঁছলে বাবুর সাথে দেখা হলে কিছু বুঝে উঠার আগেই বাবু হৃদয় ও রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে চৌমুহনী লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত রাসেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বুকে ছুরি আঘাত রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  বেগমগঞ্জ   যুবককে ছুরিকাঘাতে হত্যা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চরফ্যাশনে ১২ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ
ভারতে ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে মিছিল
হাসাইল মৎস্য আড়তে অভিযান, ৪০ কেজি জাটকা জব্দ
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড
খাগড়াছ‌ড়ি‌তে একটি কাটা বন্দুক উদ্ধার

সর্বাধিক পঠিত

থানা থেকে আসামি ছিনিয়ে নিলেন বিএনপির নেতাকর্মীরা
মদনে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত
শরীয়তপুরে মা-মেয়েকে পেটালেন তিন বাপ-ছেলে
বাঁশির গ্রাম শ্রীমর্দ্দি
টঙ্গীতে গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close