ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী খোদাই বাড়ি ফাজিল মাদ্রাসার এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের উদ্যোগে ৫৮ জন এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিয়া। তিনি তার বক্তব্যে এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে একটি মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের কর্মকাণ্ড আরও বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ জাকির হোসেন, প্রিন্সিপাল ডা. মোঃ হারুন অর রশিদ, মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক মোঃ শফিকুর রহমান, জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সিরাজুল ইসলাম এবং ইব্রাহিম নিটিং অ্যান্ড ডাইংয়ের সিইও মামুনুর রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ওমর আলী, বদিউল আলম, আমির হোসেন ও ইসমাইল মিয়া। তারা এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং স্থানীয় সমাজে এর ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন।
উল্লেখ্য, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড নিয়মিতই এমন মানবিক উদ্যোগ নিয়ে থাকে, যা স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। শীতবস্ত্র বিতরণ ছাড়াও বিভিন্ন সময় তারা শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করে থাকে।
এ ধরনের উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসিত হচ্ছে এবং তারা এই কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা উল্লেখ করেন, সমাজের প্রতিটি স্তরের মানুষকে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘব সম্ভব।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা শীতবস্ত্র পেয়ে অত্যন্ত আনন্দিত হয় এবং তাদের মুখে হাসি ফুটে ওঠে। মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা পদ্মা অয়েল কোম্পানির এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেকে/এআর