সপ্তম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহ, বরকে ৭ দিনের কারাদণ্ড
রবিউল হাসান মনির, কাউখালী (পিরোজপুর)
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১২:৩০ পিএম (ভিজিটর : ৪৮)
ছবি: প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে মো. রাহাত (১৯) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রাহাত উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে।
ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩/৪ দিন আগে কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিনের ছেলে রাহাত বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের নুরুল ইসলামের সপ্তম শ্রেণীতে পড়ুয়া (১৩) কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে পরিবারের অজান্তে তার বাড়িতে নিয়ে আসে। শনিবার বিকেলে রাহাতের পরিবার ওই মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করে। এর মাঝে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা প্রশাসন থানা পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক বর ও কনের জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজ যাচাই করলে বিবাহের জন্য তাদের অপ্রাপ্ত বয়স পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) ধারায় বর রাহাতকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। এবং কনেকে তার পরিবারের জিম্মায় দেন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, বাল্যবিবাহের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাল্যবিবাহ নিরোধ আইনে বর রাহাতকে ৭ দিনের কারাদণ্ডর নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতে বাল্যবিবাহ নিরোধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ এমএস