শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘নারায়ণগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শোয়াইব মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের লিমন সাহা মনোনীত হয়েছেন।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইশরাত জাহান আশুরা ও মরিওম আঞ্জুম জেরিন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান মোল্লা ও সহ-সাধরণ সম্পাদক মোহাম্মদ নাজমুল জোবায়ের, কোষাধ্যক্ষ হিমেল দাস ও সহ-কোষাধ্যক্ষ সানজিদা আফরিন সূচনা।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মোহেছানা মম, সহ-সাংগঠনিক সম্পাদক তৈমুর রহমান ও তানজিলা রহমান অর্থি, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুমিতো ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইনতিসার সামিন এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতিন হাসনাত পাভেল মনোনীত হয়েছেন।
কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন মিয়া মো. সাজিদ, বিপ্রতীপ সাহা এবং আফ্রাজুর রহমান। এছাড়া সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত এবং উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক শাহিদুল ইসলাম ও প্রভাষক নীলিমা ফেরদৌস।
কেকে/এমএস