রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫,
৬ মাঘ ১৪৩১
বাংলা English

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি      অবশেষে গাজায় যুদ্ধবিরতি শুরু      অন্তর্বর্তী সরকার কিংস পার্টি গঠন করছে: মেজর হাফিজ      দাতা সংস্থাগুলোর কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা      বিডিআর বিদ্রোহের মামলায় ২ শতাধিক আসামির জামিন      জিয়াউর রহমানের কবরে বিএনপির বিশেষ মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন       সংস্কারের সাথে নির্বাচনের বিরোধ নেই: মির্জা ফখরুল      
গ্রামবাংলা
শঙ্খ-শাঁখায় অভিজিৎ ঘোষের বাজিমাত!
মাসুম বিল্লাহ, শালিখা (মাগুরা)
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ২:০৮ পিএম  (ভিজিটর : ৬০)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাত্র ৬০ হাজার টাকা পুঁজি নিয়ে শাঁখার ব্যবসা শুরু করেন অভিজিৎ ঘোষ। একযুগ পেরোতে না পেরোতেই অভিজিৎ এখন স্বাবলম্বী । তার ব্যাবসা প্রতিষ্ঠানে এখন চারজন কর্মীর বেতনই ৬০ হাজার টাকার উপরে। কর্মীদের বেতন ও আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে অভিজিতের নিজের আয় এখন অর্ধলক্ষাধিক টাকার উপরে। অভিজিতের শাঁখা এখন নিজ জেলা মাগুরার পাশাপাশি যশোর, নড়াইল, কুষ্টিয়া, কালিগঞ্জ, দিনাজপুর, রংপুর, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, ফরিদপুরসহ পদ্মার এপার-ওপারের মোট ১০-১২টি জেলায় পাইকারি দরে বিক্রি হয়। 

মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের পূঁজা শঙ্খ ভান্ডারের সত্তাধিকারী অভিজিৎ ঘোষের কথা। আর্থিক অনটনের কারণে মাধ্যমিকের গণ্ডি শেষ না করেই ২০০৭ সালে বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন অভিজিৎ । পরে সেখানে একটি গার্মেন্টসে কয়েক বছর কাজ করে ২০০৯ সালে নিজ জেলা মাগুরায় ফিরে এসে মাগুরা জেলার মা শঙ্খ ভান্ডারে কিছুদিন কাজ করে পরে নিজেই একটি শঙ্খ ভান্ডার দাড় করান। যেখানে ভারত ও শ্রীলঙ্কা থেকে কড়ি শঙ্খ, জাজি শঙ্খ ,ধনা শঙ্খ, কানাচানা শঙ্খ এবং পাটি শঙ্খসহ বিভিন্ন প্রকার শঙ্খমালা আমদানি করে তা থেকে ব্রেসলেট শাঁখা, স্বর্ণ কাটা শাখা, চূড় শাঁখা, বাউটি শাঁখা, টায়ার শাঁখা, পাথর সেটিং শাঁখাসহ নানা ডিজাইনের শাঁখা তৈরি করা হয় যা প্রতি জোড়া মান ভেদে ২শ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত পাইকারি দরে বিক্রি করা হয়। বছর দুয়েকের মধ্যেই ব্যবসা থেকে কাক্সিক্ষত লাভ পেতে শুরু করেন তিনি। তারপর থেকে অভিজিৎকে আর পিছু তাকাতে হয়নি। এখন তার আড়পাড়া মাগুরা মিলে দুটি প্রতিষ্ঠানে চলে শাঁখা বিক্রির কাজ। 

সরেজমিন গিয়ে দেখা যায়, অভিজিৎ ঘোষের ছোট্ট দোকানে দিনভর বিভিন্ন ডিজাইনের শাঁখা তৈরি করছেন তার কর্মচারীরা। কেউ শঙ্খের মালা কাটছেন, কেউ শাঁখার নকশা করছেন, কেউ শাঁখা নিয়ে ঘষাঘষি করছেন, কেউ শাঁখা প্যাকেট করে বিভিন্ন এলাকায় কুরিয়ার করছেন। পূজ শঙ্খ ভান্ডারের সত্তধিকারী অভিজিৎ ঘোষ বলেন, আমার শঙ্খ ভান্ডারে প্রতিদিন চারজন কর্মী কাজ করে। এখানে যে শাঁখা তৈরি করা হয় তা মাগুরা জেলাসহ পার্শ্ববর্তী ১২টি জেলায় পাইকারি ধরে বিক্রি করা হয়। তবে সরকারি সহযোগিতা পেলে দোকানটাকে আরো বেশি বড় করতে পারতাম যেখানে অর্ধশতাধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থার সযোগ করা যেত।

কেকে/এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি
অবশেষে গাজায় যুদ্ধবিরতি শুরু
অন্তর্বর্তী সরকার কিংস পার্টি গঠন করছে: মেজর হাফিজ
নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য ‘জলের কথা’ সেমিনার
দাতা সংস্থাগুলোর কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

সর্বাধিক পঠিত

বিএনপির দুই গ্রুপের মারামারির জেরে ৩টি বাড়ি ভাংচুর
শাবির ‘নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন’র সভাপতি শোয়াইব, সম্পাদক লিমন
উদীচী গাজীপুর সংসদের সভাপতি রতিশ কুমার, সম্পাদক জাহাঙ্গীর
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এতিম ছাত্রদের মাঝে পদ্মা অয়েল কোং এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝