মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: পলাতক নেতাদের বিলাসী জীবন, অস্তিত্ব সংকটে তৃণমূল আ.লীগ      আন্দোলনে যাবে না বিএনপি      অটোচালকদের আড়ালে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব       বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি      পরিকল্পিত ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন      বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিডার আশ্বাস      সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      
গ্রামবাংলা
কলেজে না এসেই ৫ মাস ধরে বেতন তুলছেন অধ্যক্ষ
ফারুক আহম্মেদ,খানসামা (দিনাজপুর)
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৩:২১ পিএম  (ভিজিটর : ১১৯)
হোসেনপুর ডিগ্রী কলেজ ইনসেটে অধ্যক্ষ মো. মোনায়েম খাঁন। ছবি: প্রতিনিধি

হোসেনপুর ডিগ্রী কলেজ ইনসেটে অধ্যক্ষ মো. মোনায়েম খাঁন। ছবি: প্রতিনিধি

গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লাপাত্তা দিনাজপুরের খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোনায়েম খান। মাঝে মাঝে কলেজের বারান্দায় দেখা গেলেও নিয়মিত কলেজে পাওয়া যায় না সেই অধ্যক্ষকে।

সরজমিনে গিয়ে দেখা যায়, হাজিরা খাতায় ২০২৪ সালের  পুরো আগস্ট ও সেপ্টেম্বর মাসে নেই কোন স্বাক্ষর,  অক্টোবর মাসের ২০ থেকে ২৮ তারিখ পর্যন্ত স্বাক্ষর থাকলেও নভেম্বর ও ডিসেম্বর মাসে রয়েছে পুরোই  ফাঁকা। ২০২৫ সালের  শুধুমাত্র জানুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত রয়েছে সেই অধ্যক্ষের স্বাক্ষর। 

তবুও উত্তোলন করছেন প্রতি মাসের বেতন। তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য। আওয়ামী সরকারের সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ছত্রছায়ায় থাকাকালীন নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে চলাফেরা করতেন নিজের ইচ্ছামত এবং কলেজ কে বানিয়েছিলেন রাজনৈতিক কার্যালয়।

এলাকাবাসী লেলিন খান বলেন, তিনি কলেজকে বানিয়েছিলেন রাজনৈতিক কার্যালয়। আমিসহ অনেক এলাকাবাসী মিলে অনেক আগেই উপজেলা নির্বাহী অফিসার বরাবর অধ্যক্ষের স্বেচ্ছাচারীতা, দূর্নীতি এবং নিয়োগ বানিজ্যসহ নানা অভিযোগ লিখিতভাবে দায়ের করেছিলাম।

এ বিষয়ে অত্র কলেজের অধ্যক্ষ মোনায়েম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের শিক্ষক হাজিরা খাতা চুরি হয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা করা আছে। আমি এ বিষয়ে পরে কথা বলব বলে, তিনি এড়িয়ে যান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, তিনি প্রতিষ্ঠানের সভাপতির কাছ থেকে ছুটি নিতে পারে এবং ছুটি নিয়ে বাইরে থাকতে পারবে। একজন কলেজের অধ্যক্ষ নিয়মিত প্রতিষ্ঠানে আসা প্রয়োজন। ছুটি ছাড়া কলেজে না আসা, বেআইনি। কলেজে যদি নিয়মিত না আসে, তাহলে বেতন নেওয়াটা বিধিমোতাবেক নয়।

এ বিষয়ে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার বলেন, আমি নতুন এসেছি। আমাকে এই বিষয়ে কেউ জানায়নি। আমি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

এর আগেও ঘুষ, অনিয়ম, দূর্নীতি, সেচ্ছাচারীতা ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  দিনাজপুর   খানসামা   হোসেনপুর ডিগ্রি কলেজ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে মারা গেল ছোট ভাইও
পলাতক নেতাদের বিলাসী জীবন, অস্তিত্ব সংকটে তৃণমূল আ.লীগ
সাতক্ষীরায় ভারতে পাচারকালে নারী-শিশুসহ ১২জন আটক
আন্দোলনে যাবে না বিএনপি
সোনাইমুড়ীতে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষককে অব্যাহতি

সর্বাধিক পঠিত

কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়র তফাজ্জলের বিরুদ্ধে
মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি
কাউনিয়ায় আ. লীগ সাধারণ সম্পাদক হান্নান গ্রেফতার
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close