জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেন, বাংলাদেশের রাজনীতির ধারা পাল্টে দিতে চায় জামায়াত।
মহানগর জামায়াতের আমির জহিরউদ্দিন মু. বাবর বলেন জামায়াতে ইসলামী সর্ম্পকে মানুষের মাঝে যে ভীতি, মিথ্যাচার, প্রাপাগন্ডা, ব্লেমগেইম আছে তা জাতির সামনে তুলে ধরা হবে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বরিশালের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন মহানগর জামায়াতের আমির জহিরউদ্দিন মু. বাবর।
মহানগর জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘ ১৭ বছরের মজলুমের সংগঠন। আমাদের কোন বক্তব্য জাতির সামনে উত্থাপন করতে পারিনি। নানানভাবে আমাদের নিপিড়ন করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনেরও কোন সুযোগ ছিল না। দেশের নাগরিক হিসেবে দেশের নূন্যতম কোন নাগরিক সুবিধাও পাইনি। ব্যক্তিগতভাবে, দলগতভাবে নানা বঞ্চনার শিকার ছিলাম। আমাদের দলের পাঁচজন নেতাকে আদর্শিকভাবে না পেরে জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমাদের আরো ছয়জন নেতাকে জেলের মধ্যে মৃত্যুবরণ করতে হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন, আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো ফাঁসির হুকুম নিয়ে কারাগারে আছেন। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে। কেন্দ্রিয় অফিস থেকে সারাদেশের ইউনিট অফিসগুলো বন্ধ ছিল। জানাজার নামাজেও আমরা যেতে পারতাম না।
জহিরউদ্দিন মু. বাবর বলেন, দেশের ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারর পতন হয়েছে। এই সুবাদে জামায়াতে ইসলামী তাদের বক্তব্যগুলো, জামায়াতে ইসলামী সর্ম্পকে মানুষের মাঝে যে ভীতি, মিথ্যাচার, প্রাপাগন্ডা, ব্লেমগেইম আছে তা জাতির সামনে তুলে ধরার জন্য জামায়াতের আমীর সারাদেশে কর্মী সম্মেলন করছেন। তারই ধারাবাহিকতায় ২১ জানুয়ারি বরিশালে কর্মী সম্মেলন করবেন। এই সম্মেলনের মাধ্যমে জামায়াতের ইসলামীর বক্তব্য সকলের কাছে তুলে ধরা হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশাল মহানগর ও জেলার সমন্বয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা ও মহানগরে প্রায় পাঁচলাখ কর্মী-রোকন আছেন। তাদের সকলকে উপস্থিত করার চেষ্টা করছি। পাশাপাশি বরিশালবাসী অধির আগ্রহে আছেন জামায়াতের ইসলামীর আমিরের জনসমাবেশে যোগ দিতে। সাধারণত কর্মী সম্মেলন একটি ইনডোর কর্মসূচি। তবে আমাদের কর্মী সংখ্যা বেশি হওয়ায় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, কর্মী সম্মেলনে বড় স্ক্রীনে দেখার ব্যবস্থা করা হবে যাতে কেউ মাঠে স্থান না পেলে বাইরে থেকেও যেন দেখতে পারেন। আমরা আশা করছি বরিশালের ইতিহাসে জামায়াতে ইসলামীর এই সম্মেলন একটি মাইলফলক হয়ে থাকবে। কর্মীসভার দিনে শহরে যেন যানজট না হয় এজন্য শহরের কাছাকাছি বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠে গাড়িগুলো রাখা হবে। ট্রাফিক বিভাগের সাথে কথা হয়েছে। নগরবাসীর যেন ভোগান্তি না হয় এজন্য ট্রাফিক বিভাগের নির্দেশনায় আমরা চলতে চাই।
সংবাদ সম্মেলনের উপস্থিত কেন্দ্রিয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেন, বাংলাদেশের রাজনীতির ধারা পাল্টে দিতে চায় জামায়াত। জামায়াতে অনেক দেশের সেবক তৈরি হয়েছে। দেশ ও জাতির জন্য কর্মীদের প্রস্তুত করতে আমীরে জামাত ডা.শফিকুল রহমান বরিশালে আসছেন। এছাড়া মাঠে রাজনৈতিক ভাবে কিভাবে কাজ করতে হবে সেই নির্দেশনাও দিবেন তিনি।
অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, বিভিন্ন পরিস্থিতির কারনে জাতির সামনে নিজেদের কথা ও কর্মকান্ড তুলে ধরতে পারেনি জামায়াতে ইসলামী। তবে পরিবর্তীত এই পরিস্থিতিতে নিজেদের তুলে ধরতে কাজ করছে জামায়াতে ইসলামী। সবার সামনে নিজেদের তুলে ধরতেই বরিশালে আসছে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক, বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম, মহানগর শুরা সদস্য মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমূখ।
কেকে/এআর