অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, অর্থায়নের ক্ষেত্রে দাতা সংস্থাগুলোর কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে সরকার।
রোববার (১৯ জানুয়ারি) সকালে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
এ সময় তিনি ব্যাংকটির ঋণ কমসূচিতে বৈচিত্র্য আনার নির্দেশনা দেন। বলেন, তদারকির আওতায় রাখতে হবে ঋণ কার্যক্রম।
অর্থ উপদেষ্টা বলেন, কর্মসংস্থান ব্যাংককে এগিয়ে নেয়ার উদ্যোগ থাকবে। জেনারেল ব্যাংকে রূপান্তর করলে লক্ষ্য থেকেও বিচ্যুত হবে কর্মসংস্থান ব্যাংক।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, তহবিলের পরিমাণ বাড়ানো গেলে সমাজে কর্মসংস্থান ব্যাংকের প্রভাব আরও বাড়ানো সম্ভব। বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির কিছু অর্থ এ ব্যাংকের মাধ্যমে বিতরণ করা যেতে পারে। ডিজিটালাইজেশনের মাধ্যমে জনবল স্বল্পতার সমস্যাও দূর করা সম্ভব বলেও মনে করেন গভর্নর।
কেকে/এইচএস