বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটের বাউরা ইউনিয়নে বিএনপির যৌথকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১৯ জানুয়ারি ) বিকেলে বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ইউনিয়ন সভাপতি শামসুল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
যৌথ কর্মীসভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভায় নতুন রাষ্ট্র গড়ার লক্ষ্যে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবীতে তৃনমূল পর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এছাড়াও পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সম্পাদকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যৌথ কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান বাবু, বাউরা ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোস্তাজীর লিমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাশেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশ উল আজম বসুনিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত প্রমুখ।
জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান যৌথকর্মী সভায় বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষক দলসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরকে জনগণের মন জয় করতে হবে। যাতে সাধারণ মানুষ বিএনপিকে স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশ সেবা করার সুযোগ দেয়। যারা দলের নাম ভাঙ্গি অন্যায় করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে কঠোরতম ব্যবস্থা নিতে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে সতর্ক হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কেকে/এইচএস