নোয়াখালী চাটখিল উপজেলার দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো.ফরিদ খানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শনিবার ( ১৮ জানুয়ারি ) রাতে উপজেলার বানসা গ্রামের তফাদার বাড়ির সামনে সন্ত্রাসী সাইফুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক ফরিদ খান বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বানসা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলামের সাথে ব্যাংকে হিসাব খোলা নিয়ে বিরোধ সৃষ্টি হয় সাংবাদিক ফরিদের। সেই বিরোধের জের ধরে শনিবার রাতে সাইফুল ইসলাম তার বাড়ির সামনে একা পেয়ে ফরিদের উপর হামলা চালায়। এসময় সাইফুল, শাহানারা বেগম ও ফারজানা আক্তার একত্রিত হয়ে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে আহত করে এবং তার সঙ্গে থাকা প্রায় ৪০হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও সাংবাদিকতার বিভিন্ন কাগজপত্র ও আইডি কার্ড নিয়ে যায়। তবে এ নিয়ে আইনের আশ্রয় নিলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা।
পরে সাংবাদিক ফরিদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাংবাদিক ফরিদ অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম দীর্ঘ দিন বিদেশে ছিল। হাসিনা পতনের পর সে দেশে এসে বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় দখল, চাদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। এসব থেকে বিরত থাকার অনুরোধ জানালে সে আমার উপর হামলা চালায়।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি তদন্ত মো.সুলতান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
কেকে/এইচএস