মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্ম বার্ষিকী গঙ্গাচড়ায় পালন করা হয়েছে।
রোববার ( ১৯ জানুয়ারি ) উপজেলা বিএনপির আয়োজনে জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ওয়াহেদুজ্জামান মাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন আহবায়ক আখেরুজ্জামান মিলন, সদস্য সচিব আইয়ুব আলী, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন লিজু, সদস্য নওশা মিয়া, গঙ্গাচড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল গফুর, সদস্য সচিব আশরাফুল ইসলাম, মর্নেয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মীর কাশেম মিঠু, সদস্য সচিব আব্দুল মাবুদ, বড়বিল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহম্মেদ, উপজেলা মহিলা দলের সভাপতি তৃষ্ণা খাতুন, উপজেলা যুব দলের সদস্য আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
আলোচনা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সদস্য আপেল মাহমুদের উপস্থাপনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম সোনা, ছাত্রদলের আহবায়ক আখতারুজ্জামান তিতাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
কেকে/এইচএস