রাউজানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকীতে তিন শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় দমদমায় উপজেলার পাহাড়তলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার।
পাহাড়তলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আইয়ুব খান জনির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী।
বিএনপি নেতা এমদাদ হোসেন ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ হালিম, উত্তর জেলা বিএনপির নেতা অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নূর মোহাম্মদ, জসিম উদ্দিন সিকদার, কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, যুবদলের সভাপতি হাসান মো. জসিম, মৎসজীবি দলের আহ্বায়ক শফিউল আলম চৌধুরী, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নূরুল হুদা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ-উদ দৌলা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, পৌর বিএনপি নেতা মুরাদুল আলম।
এছাড়া আরো বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহবায়ক রহিম উদ্দিন ওয়াসিম, পৌরসভা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেফায়েত হোসেন রাকিব, কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম, যুবদলের সভাপতি নুরুল আবচার দুলাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- মো. ফারুক, মো. এরশাদ, মো. মুছা তালুকদার, মো. মাহিম, আজাদ ইলিয়াস বাসেক, শাহ আলমসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতারা।
সভাশেষে গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী র্যালীসহ রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি সৌধে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ, জেয়ারত ও আলোচনা সভার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
কেকে/এজে