ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের একাংশ।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১.৩০ মিনিটে ঢাকা কলেজ শহিদ মিনার থেকে বিভিন্ন স্থান ঘুরে বিক্ষোভ মিছিলটি অবস্থান নেয় বিজয় চত্বরে।
সেখানে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির জৈষ্ঠ্য সদস্য খাইরুল ইসলাম খোকন বলেন, নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে গেস্টরুমের নামে শিক্ষার্থীদের র্যাগিং করেছে, সেরকম কোনো নির্যাতনের সংস্কৃতি গড়ে উঠতে দেয়া হবে না।
ছাত্রসমাজের বৈধ প্রতিনিধি হওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, খুব দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে। একজন ছাত্রই আরেকজন ছাত্রের দুঃখ-কষ্ট বুঝবে।
প্রসঙ্গত, দীর্ঘ ৩০ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই ঢাকা কলেজে।ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ না থাকার ফলে শিক্ষাঙ্গনে এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের অভিযোগ, যেখানে ক্যাম্পাসের সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, নাট্যকলাসহ সব সাংস্কৃতিক কার্যক্রম ছাত্র সংসদ করে থাকে, সেখানে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ না থাকার ফলে এসব থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তারা মনে করেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে ও তাদের দাবি-দাওয়া নিয়ে কলেজ প্রশাসনের সঙ্গে কাজ করার জন্য ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন।
কেকে/এজে