গাজীপুরের টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির আয়োজনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ৫৩ নং ওয়ার্ড বড় দেওড়া শিপন মার্কেট বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনর সভাপতিত্বে টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর ভিপি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বৃহত্তর টঙ্গী থানা মাহবুব আলম শুক্কুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ৫৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আনিসুর রহমান শিপন ও ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাদেক হোসেন, ৫২নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইদ্রিস শরীফ ও সাধারণ সম্পাদক সামসুল আলম, ৫৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, স্বেচ্ছাসেবক দলের টঙ্গী পশ্চিম থানা আহ্বায়ক আবু বকর, বিএনপি নেতা আশরাফুল আলম লিটন, জাকির, মনির, মোস্তাফিজুর রহমান, মাসুম সিগদার, নাঈম, রিপন, আলম, কাবিল হৃদয়, দিপুসহ বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ৫৩নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে তবারক বিতরন করা হয়।
কেকে/এজে