ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পেটে স্কচটেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে মোটরসাইকেল দুর্ঘটনায় জাকির হোসেন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন। এ সময় নিহত জাকির হোসেনের শরীরে অভিনব কৌশলে স্কচটেপ দিয়ে মুড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচ থেকে গাঁজা ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
আজ রোববার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন (২২) চুনারুঘাট উপজেলার বাঘারু গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও আহত আজগর আলী (৫০) একই উপজেলার কালিশিরি গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রবিবার সকালে মাদক ব্যবসায়ী জাকির হোসেন (২২) ও আজগর আলী (৫০) চুনারুঘাট উপজেলা থেকে মোটরসাইকেলে করে গাঁজা নিয়ে সিলেট যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে দিনারপুর কলেজের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে জাকির হোসেন (২২) নিহত হয় এবং আজগর আলী (৫০) আহত হয়।
স্থানীয় লোকজন জাকির হোসেনের শরীরে স্কচটেপ দিয়ে মুড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচে গাঁজা দেখতে পান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাকির হোসেনের লাশ উদ্ধার করে। এসময় পুলিশ জাকির হোসেনের শরীরে স্কচটেপ দিয়ে মুড়ানো ও মোটরসাইকেলের সিটের নিচে থেকে ১০ কেজি ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে আহত আজগর আলীকে আটক করা হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করি, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পেটে স্কচটেপ পেঁচিয়ে ও সিটের নিচে করে জাকির ও আজগর সিলেটে গাঁজা পাচার করছিল। চুনারুঘাট থেকে সিলেট যাওয়ার পথে মহাসড়কে থাকা ইটের সঙ্গে মোটরসাইকেলের চাকার ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরো বলেন, নিহতের শরীরে ও মোটরসাইকেলের সিটের নিচে থেকে ১০ কেজি ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করি। এছাড়া আহত আজগর আলীকে আটক করা হয়।
কেকে/এজে