ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা সরকার। এরপর থেকেই আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের মধ্যে দেশত্যাগের হিড়িক পড়ে। অনেকেই বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
সূত্র বলছে, ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে গোপনে ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই প্রকাশ্যে এসে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিটিং-সেমিনারসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ পাচ্ছে। অতিসম্প্রতি ভারতে অবস্থানরত হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযুক্ত শেখ রেহানার ‘ফান্ড ম্যানেজার’খ্যাত ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
এতে আওয়ামী লীগ নেতাসহ সাঙ্গোপাঙ্গদের নিয়ে মাস্তি করতে দেখা যায় নাসিমকে। অভিযোগ রয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ করতে এসব নেতারা ভারতে বসেই নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে যাচ্ছেন পরামর্শ। এর মধ্যে দুদক, পুলিশ প্রশাসন থেকে মাঠ প্রশাসনসহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ম্যানেজ করছেন বলে বিদেশে থাকা একাধিক আওয়ামী লীগ নেতা দম্ভ করে বলে বেড়াচ্ছেন।
এ ছাড়া ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল্লি, কলকাতা এবং মুম্বাইসহ বিভিন্ন শহরে বাড়ি ও ফ্ল্যাট কিনছেন বলে জানা গেছে। অনেকেই স্থায়ীভাবে ভারতে বসবাস ও দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পরিকল্পনাও করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘দিল্লি এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। দেশের জনগণের প্রতি দায়বদ্ধ না থেকে অন্য দেশে পালিয়ে গিয়েও দেশবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া এটি দলটির নৈতিকতার ঘাটতির অন্যতম উদাহরণ।’
পাচারের টাকায় ভারতে বসে ষড়যন্ত্র :
হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে অভিযুক্ত শেখ রেহানার ‘ফান্ড ম্যানেজার’খ্যাত ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে তিনি এখন ভারতে অবস্থান করছেন। সেখানে বসে আওয়ামী লীগ নেতাদের সংগঠিত করার চেষ্টায় নিয়জিত রয়েছেন। অভিযোগ রয়েছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ করতে তিনি নিয়মিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রশাসনের কর্মকর্তাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। তথ্য বলছে, গত ১৫ বছরে অবৈধ উপায়ে বিপুল অর্থ উপার্জন ও পাচার করেছেন আলাউদ্দিন নাসিম। দ্বাদশ সংসদ নির্বাচনে হলফনামায় নাসিম নিজের ও স্ত্রীর নামে ১০৮ কোটি টাকার সম্পদ দেখিয়েছেন। বার্ষিক আয় দেখিয়েছেন ৩ কোটি ৫৭ হাজার ২৯৫ টাকা এবং তার স্ত্রীর ৬৯ লাখ ৪৬ হাজার ৬৫০ টাকা। এ হিসাবের বাইরেও নাসিম ও তার পরিবারের সদস্যদের দেশ-বিদেশে নামে-বেনামে রয়েছে বিপুল অর্থসম্পদ।
অপরদিকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকেও কলকাতার রাস্তায় দেখা গেছে। এ সময় কলকাতার গণমাধ্যম ‘দ্যা ওয়াল নিউজ’-এ সাক্ষাৎকার দিতে দেখা গেছে রাব্বানীকে। সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি। দ্যা ওয়াল নিউজের পক্ষ থেকে গোলাম রাব্বানীর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে হামলার ঘটনা শোনা যাচ্ছে তা সত্যি কি না? উত্তরে গোলাম রাব্বানী বলেন, ‘ঘটনা সত্যি। যা রটে তা তো কিছুটা ঘটে।’
কলকাতা দখল করার প্রশ্নে রাব্বানী বলেন, ‘কলকাতায় আমি আসছি এক সপ্তাহ হয়েছে। বাংলাদেশে এখন যে ঘটনা ঘটছে তা গ্রহণযোগ্য নয়। যারা এ অস্থিতিশীল অবস্থা করছে তারা ভিন্ন উদ্দেশে এটা করে যাচ্ছে। ৭১-এর পরাজিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তারা সেই প্রতিশোধ নিতে চাচ্ছে। ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ, যুদ্ধের সময় তারা আমাদের আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন। সরকার পতনের পর এই পরিস্থিতিতে, ৭১-এ যারা হেরেছিল তারা যাচ্ছে এখন যে কোনো উপায়ে সুযোগ নিতে।’
হাসিনার আশ্রয় নিয়ে প্রশ্ন ভারতের : এদিকে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে রয়েছেন। সেখানকার এক বাংলোতে থেকে প্রায়ই তিনি রাজনৈতিক বিভিন্ন বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতে কিসের ভিত্তিতে আশ্রয় দেওয়া হয়েছে; তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দেশটিতেই এ প্রশ্ন তুলেছেন ভারতের সংসদের কয়েকজন সংসদ সদস্য। ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের প্রভাবশালী রাজনীতিক এমপি আসাদউদ্দিন ওয়াইসি। দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার এ সদস্য বাংলাদেশে কথিত সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে।’ এরপরই তিনি বাংলাদেশের শেখ হাসিনার ভারতে আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে বলেন, ‘বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন।’
‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে?’ প্রশ্ন করেন তিনি। ওয়াইসি বলেন, ‘একটি দেশ হিসাবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত; কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয়।’