গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস।
দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতি যেন ঈদের আনন্দ বয়ে এনেছে গাজায়। সেই খুশিতে মিষ্টিমুখ করছে গাজাবাসীরা। এরইমধ্যে এমন সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন, সামনের যাত্রা গাজার জন্য চ্যালেঞ্জিং হবে।
টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, জিম্মি এবং বন্দিদের মুক্তি প্রক্রিয়া লক্ষ লক্ষ মানুষের মনে আশা নিয়ে এসেছে যাদের জীবন সংঘাতের কারণে ধ্বংস হয়ে গেছে।
তিনি বলেন, এটি এমন একটি মুহূর্ত যার জন্য আমি আহ্বান জানিয়েছি এবং আশা করেছি।
তিনি আরও বলেন, ধ্বংসের মাত্রা, অপারেশনাল জটিলতা এবং সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে বিশাল স্বাস্থ্যের চাহিদা মোকাবিলা করা এবং গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং হবে।
প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।
কেকে/এইচএস