পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধ বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকারক জাল অপসারনে মৎস সম্পদ সংরক্ষণে বিশেষ কম্বিং অপারেশন-২৫ অষ্টম দিনে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আনুমানিক ১ লাখ ৫০ হাজার মিটার ৩০ লাখ টাকার অবৈধ বেহুন্দী জাল জব্দ করে আগুন পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) সকালে রাঙ্গাবালী উপজেলার তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদী, সোনারচর ও বঙ্গোপসাগরে মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন রাঙ্গাবালী মৎস বিভাগ ও রাঙ্গাবালী থানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মো.সাহাদাৎ হোসেন রাজু ,অফিস সহকারী মো.নেছার উদ্দিন।
কেকে/এমএস