জয়পুরহাটের ক্ষেতলালে সাংবাদিকদের সাথে নবাগত ওসি আরিফুল ইসলাম মতবিনিময় করেছেন।
রবিবার (১৯ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় থানার গোল চত্বরে এ মতবিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আজিজার রহমান (দৈনিক আজকের পত্রিকা ), মিজানুর রহমান (প্রতিদিনের সংবাদ), হাসান আলী (দৈনিক যুগান্তর ), আজিজুল ইসলাম (আজ কালের খবর), নজরুল ইসলাম (দৈনিক সমকাল), আনোয়ারুল ইসলাম (নয়া দিগন্ত), একরামুল ইসলাম (দৈনিক ভোরের ডাক), আবু হাসান (মানবজমিন), আমানুল্লাহ আমান (কালবেলা ), রাসেল আহম্মেদ (কালের কন্ঠ ), আনম রুহুল আমিন (দিনকাল ), এসকে মুকুল (যায়যায়দিন ), শাহিনুর ইসলাম শাহিন (দৈনিক খোলা কাগজ), এসএম ওয়াকিল আহম্মেদ (বাংলাদেশ সমাচার), এসএম মিলন (আজকের সংবাদ), গোলাম মোস্তফা (চাঁদিনী বাজার) সহ আরও অনেকে।
কেকে/এমএস