মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুসভার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী তৌসিফ কবীর ও সাধারণ সম্পাদক হিসেবে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের আজিজুল হক লিমন।
রবিবার (২০ জানুয়ারি) আগামী ১ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত ২৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন ,সহ-সভাপতি: শামীম মিয়া, সোহেল রানা, মারুফ হাসান তালুকদার , যুগ্ম সাধারণ সম্পাদক আম্বিয়া আলিম শিলা ও ইসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব,সহ-সাংগঠনিক সম্পাদক চৈতি আরা মিম,অর্থ সম্পাদক ইলিয়াস হোসেন (তন্ময়), দপ্তর সম্পাদক চঞ্চল সাহা ,প্রচার সম্পাদক ইফফাত জাহান,পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত জাহান হৃদি,সাংস্কৃতিক সম্পাদক মীর জাহান চন্দনা,জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক রেদোয়ান হক, প্রশিক্ষণ সম্পাদক গাজী সিয়াম উল মোস্তফা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহরিয়া আলম তন্বী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক খন্দকার রিফাত আহমেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক রিমেল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হৃদয় পাল তুর্য্য, ম্যাগাজিন সম্পাদক সাব্বির আহমেদ শাওন,বইমেলা সম্পাদক ইশাত জাহান ইলা, কার্রযকরী সদস্য,তাজনুবা আলম সাবা, মো. ইমতিয়াজ আহমেদ শিমন, আদনান তানজিল।
সভাপতি তৌসিফ কবীর বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ যে, আমাকে মাভাবিপ্রবি বন্ধুসভার ২০২৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এটি শুধুমাত্র একটি সম্মানের বিষয় নয়, বরং একটি বিশাল দায়িত্ব। বন্ধুসভা সবসময় মানবিকতা, বন্ধুত্ব, এবং সমাজসেবার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। আমাদের লক্ষ্য হবে এই মূল্যবোধগুলোকে আরও প্রসারিত করা এবং নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা, যা আমাদের বিশ্ববিদ্যালয় এবং সমাজকে আরও উন্নত করতে পারে। আমি আশা করি, আমাদের কমিটির প্রতিটি সদস্যের সহযোগিতায় আমরা একসঙ্গে একটি উজ্জ্বল বছর উপহার দিতে পারব। বন্ধুসভার প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই তাদের অবদানের জন্য। আসুন আমরা একসঙ্গে কাজ করি এবং বন্ধুত্ব ও মানবিকতাকে সামনে রেখে এগিয়ে যাই।’
সাধারণ সম্পাদক আজিজুল হক লিমন বলেন ‘প্রথম আলো বন্ধুসভার নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের এই বিশেষ মুহূর্তে আমি গভীর কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করছি। এই সম্মান আমাকে যে বিশ্বাস ও ভালোবাসা দিয়ে আপনারা বেছে নিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। বন্ধুসভার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও সততা দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের এই সংগঠন শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার, যেখানে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে মানবিকতা, সৃজনশীলতা এবং ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখি। আপনাদের সহযোগিতা ও পরামর্শ ছাড়া এই দায়িত্ব পালন সম্ভব নয়। তাই আমি আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি। আসুন, আমরা একসঙ্গে বন্ধুসভার আলোকে ছড়িয়ে দেই, আমাদের সমাজকে আরও সুন্দর ও সমৃদ্ধ করার পথে এগিয়ে চলি।’
কেকে/এমএস