‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবে বিশ্বময়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাট আদিতমারী উপজেলায় উদযাপন হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা।
সোমবার (২০ জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির জাদুঘর এর তত্ত্বাবধনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোকতায় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী।
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার হুমায়ুব কবীর, সহকারী সমাজসেবা অফিসার মাসুদ রানা, একাডেমি সুপারভাইজার সিদ্দিকুর রহমান ও আইসিটি অফিসার রফিকুল ইসলাম প্রমূখ।
মঙ্গলবার (২১ জানুয়ারী) আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটবে। ২দিনব্যাপী মেলায় উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১ টি বিজ্ঞানসহ ১৯ টি স্টল রয়েছে।
কেকে/এমএস