পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর, ত্রিপুরা রাজ্যের আগরতলায় আটক হয়ে অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নাগরিক।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মাধ্যমিক ট্রাভেল পারমিটের মাধ্যমে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
বাংলাদেশি দুই নাগরিকরা হলেন, ফেনী সোনাগাজী উপজেলার নিমাই চন্দ্র দাসের মেয়ে রিতু দাস ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আবিদুর রহমানের ছেলে মো. ইদ্রিস মিয়া।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাই কমিশনার মো. আরিফ মাহমুদ জানান, রিতু দাস ও মো. ইদ্রিস মিয়া অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় এবং পরবর্তীতে তাদেরকে নরশিংগড় ক্ষণস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়। রাষ্ট্রীয় প্রক্রিয়া শেষে রোববার সন্ধ্যায় মাধ্যমিক ট্রাভেল পারমিটের মাধ্যমে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে তাদেরকে বাংলাদেশে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এসময় দুই বাংলাদেশি নাগরিকের পরিবার ও আত্তীয় স্বজন ও আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কেকে/এমএস