সোমবার, ২০ জানুয়ারি ২০২৫,
৭ মাঘ ১৪৩১
বাংলা English

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন উদ্বোধন করলেন তারেক রহমান      সীমান্তে বিজিবির টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি      মেডিকেল ভর্তিতে কোটা থাকবে কি না সিদ্ধান্ত রাষ্ট্রের      ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধের নোটিশ      দেশে অবৈধ বিদেশির সংখ্যা ৩৩ হাজার: স্বরাষ্ট্র উপদেষ্টা      সিসিইউতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর      পরিবর্তন হচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক      
গ্রামবাংলা
তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
সেখ সাকির হোসেন, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৩:২০ পিএম  (ভিজিটর : ১৮)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় তুলার গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুইটি প্রতিষ্ঠানের পাঁচটি তুলার গুদাম, তোষক তৈরি কারখানা সহ অবকাঠামো পুড়ে গেছে। 

সোমবার (২০ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা সদর দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আবু বকর জামান। 

পুড়ে যাওয়া প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স নিয়ামুল এন্টারপ্রাইজ এণ্ড কটন রিফাইনিং মিলস এবং ইমন এন্টারপ্রাইজ এণ্ড কটন মিলস। ২০১২ সালে ফকিরহাট উপজেলার লখপুরে প্রতিষ্ঠান দুইটি প্রতিষ্ঠিত হয়।

মেসার্স নিয়ামুল এন্টারপ্রাইজ এণ্ড কটন রিফাইনিং মিলসের মালিক মো. রফিকুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা ৫টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগে। এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়েতে থাকে। কর্মরত শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। সাথে সাথে ফায়ার সার্ভিসে জানানো হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

তিনি আরো বলেন, ‘প্রতিষ্ঠান দুইটিতে দেড়শত শ্রমিক কাজ করেন। আগুনে তুলা ভর্তি ৫টি গুদাম, কারখানার নতুন ও পুরাতন মেশিনারিজ এবং অবকাঠামো পুড়ে যাওয়ায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনে গুদামের প্রায় ৮০ভাগ পুড়ে গেছে। যে তুলা রয়েছে তা পানিতে ভেজা ও আগুনের ধোয়ায় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।’

ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, ‘খবর পেয়ে আমরা সাড়ে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা সদর দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আবু বকর জামান জানান, বাগেরহাট ও খুলনার ৪টি ইউনিট প্রায় সাড়ে চার ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপনে সক্ষম হয়। ইউনিটগুলো একটু দুরে থাকায় পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর প্রকৃত ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যাবে। 

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  ভয়াবহ অগ্নিকাণ্ড   ব্যাপক ক্ষয়ক্ষতি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

উল্লাপাড়ায় ঘরে ঝুলছিল তরুণের হাত-পা বাঁধা লাশ
কুষ্টিয়ায় বড় ভাই হত‌্যা মামলায় ছোট ভাইসহ গ্রেফতার ৪
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
দর্শনার্থীদের অপেক্ষায় সাগরদাঁড়ির সপ্তাহব্যাপী মধুমেলা
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সর্বাধিক পঠিত

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার
পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত
ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধের নোটিশ
পরিবর্তন হচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক
আদিতমারীতে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝