ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটর সাইকেল ও লরির মুখোমুখি সংঘর্ষে হৃদয় (১৬) নামে ১ জন নিহত হয়েছেন। এতে আরো ২ জন আহত হয়েছেন। নিহত হৃদয় কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনির হোসেনের ছেলে। আহত ২ জনও একই গ্রামের বাসিন্দা।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় তিনলাখপীর ব্রীজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা তিনজন ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে মোটরসাইকেলে করে কসবার দিকে আসছিলো হঠাৎ ব্রীজের ভাঙাতে পরে ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা লেগে রাস্তায় পরে যায়। ঠিক তখনই বিপরীতদিক থেকে আসা একটি লরির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়। বাকী দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে প্রেরণ করেন।
আবিদ নামের প্রত্যক্ষদর্শী জানান, আমি আনুমানিক ১১টায় ব্যাংকে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম, একটি লরির নিচে মোটরসাইকেলের তিনজন যাত্রী পড়ে আছে। কাছে যেতেই দেখলাম একজনের মাথার মগজ বের হয়ে গেছে এবং বাকি ২ জন মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
আরেকজন প্রত্যক্ষদর্শী জিহাদুল ইসলাম জানান, আমি এসে দেখি তারা রাস্তায় লুটিয়ে পড়ে আছে। ২ নজন মারাত্মকভাবে আহত এবং একজনের মাথার মগজ ছিটকে পড়ে গেছে।
কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনলাখপীরে মোটরসাইকেল-লরি সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।
কেকে/এএম