কুমিল্লা-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
সোমবার (২০ জানুয়ারি) এক প্রেস ব্রিফিং এ কথা জানান তিনি।
জেলায় এগারো জন প্রভাবশালী এমপি মন্ত্রীকে পাশ কাটিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা বাহাউদ্দিন নিজ মেয়ে তাহসীন বাহার সূচনাকে বানিয়েছিলো কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র।
অভিযোগ রয়েছে, মেয়র থাকা অবস্থায় অসাধু উপায়ে তাহসীন বাহার সূচনা অবৈধভাবে অর্জন করেন অঢেল সম্পদ। যার প্রমাণ পাওয়ায় মামলা হয়েছে তার নামেও। এদিকে স্বামীর সম্পদ বৈধ করতে গৃহিণী হওয়া সত্ত্বেও নিজেকে ব্যবসায়ী হিসেবে আয়কর নথিতে প্রদর্শন করে অবৈধ সম্পদ অর্জন এবং ভোগদখলে রাখার দায়ে বাহাউদ্দিনের স্ত্রী মেহেরুন্নেসার নামেও মামলা করেছে দুদক।
কেকে/এআর