বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, শহিদ আসাদের রক্তের ধারায় গণঅভ্যুত্থান সংগঠিত হলেও তার স্বপ্ন এখনো পূরণ হয়নি। শোষণহীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার (২০ জানুয়ারি) ৬৯-এর গণঅভ্যুত্থানের মহান শহিদ আসাদ দিবসে, ঢাকার মেডিকেল কলেজের সামনে শহিদ আসাদ স্মৃতিস্তম্ভে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে।
১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্রনেতা আসাদুজ্জামান পুলিশি গুলিতে শহিদ হন। তার আত্মত্যাগ গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের প্রেরণায় পরিণত হয়।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ রিয়েল, জোনায়েত হোসেন, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পর বক্তব্যে সাইফুল হক বলেন, আসাদের স্বপ্ন ছিল বৈষম্যহীন, শোষণমুক্ত একটি গণতান্ত্রিক সমাজ। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন পূরণ হয়নি। ক্ষমতার জন্য শহীদদের আত্মত্যাগকে ব্যবহার করা হলেও তাদের লক্ষ্য অর্জিত হয়নি।
তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান আমাদের ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ এবার আর হাতছাড়া হতে দেয়া যাবে না।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্যভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করার আহ্বান জানান তিনি।
কেকে/এএম