নীলফামারীতে এসএসসি ব্যাচ ১৯৮৬-এর উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মশিউর রহমান ডিগ্রি কলেজের হলরুমে ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নীলফামারী এসএসসি ৮৬ ব্যাচের সভাপতি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
আরো বক্তব্য রাখেন মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, কম্বল বিতরণ অনুষ্ঠানের সমন্বয়ক ওমর ফারুক, নুরুজ্জামান বাদল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শীতের তীব্রতা অসহায় ও দুস্থ মানুষের জীবনে ভীষণ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসএসসি ৮৬ ব্যাচের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মানুষ হিসেবে আমাদের একে অপরের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, যা এ ধরনের উদ্যোগের মাধ্যমে আরও স্পষ্ট করে তুলে ধরে। আমরা বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টা আমরা সমাজে বড় একটি পরিবর্তন আনতে পারবো।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ১৯৮৬ ব্যাচের সীমা পারভিন, আবু ফাত্তাহ পাখি, টিকেন রায় মিরু, সুমনা শাহনাজ চৌধুরীসহ বিভিন্ন উপজেলার বন্ধুরা উপস্থিত ছিলেন।
কেকে/এএম