সোমবার, ২০ জানুয়ারি ২০২৫,
৭ মাঘ ১৪৩১
বাংলা English

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: গণমাধ্যমকে অবশ্যই পূর্ণ স্বাধীনতা দিতে হবে: জুনায়েদ সাকী      কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি      মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত      বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন উদ্বোধন করলেন তারেক রহমান      সীমান্তে বিজিবির টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি      মেডিকেল ভর্তিতে কোটা থাকবে কি না সিদ্ধান্ত রাষ্ট্রের      ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধের নোটিশ      
খেলাধুলা
ঢাকা-সিলেটের রোমাঞ্চকর ম্যাচে ঢাকার জয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫:২১ পিএম আপডেট: ২০.০১.২০২৫ ৫:২৬ পিএম  (ভিজিটর : ২৯)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান বিপিএলে হারের বৃত্তে রীতিমতো আটকে পড়েছিল ঢাকা ক্যাপিটালস। টানা ৬ ম্যাচ হারের পর সপ্তম ম্যাচে জয়ের মুখ দেখেছিল দলটি। নিজেদের নবম ম্যাচের সিলেটের বিপক্ষে মাঠে নেমেছিল দলটি। এই ম্যাচে সিলেটকে মাত্র ৬ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে লিটন-তামিমরা। বিপরীতে জয়ের খুব কাছে গিয়ে হতাশা নিয়ে ফিরতে হয়েছে সিলেটকে।

সোমবার (২০ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৯৭ রানের বড় লক্ষ্য দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে পারে তারা। এতে ৬ রানের জয় পায় ঢাকা ক্যাপিটালস। এতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে ছয়ে উঠে এসেছে শাকিব খানের দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ৫ বলে ৩ রান করে আউট হন ওপেনার জর্জি মানজি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জাকির হাসানও। ৭ বলে ৮ রান করেন তিনি। তবে অ্যারন জোন্সকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার রনি তালুকদার।

৩২ বলে ৩৬ রান করে জোন্স আউট হলেও ৩৩ বলে ফিফটি তুলে নেন রনি। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৪৪ বলে ৬৮ রান করে থিসারার বলে বোল্ড আউট হন তিনি। এরপর সিলেট শিবিরের হাল ধরার চেষ্টা করেন জাকের আলী ও আরিফুল হক।

দুজনের ব্যাটে ভর করে ১৮তম ওভারে ১৬০ রানের কোটা পার করে সিলেট। ১২ বলে তাদের লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। ১৯তম ওভারে প্রথম তিন বলে তিন চার মেরে আশা জাগিয়েছিল জাকের। কিন্তু পরের বলেই ক্যাচ হন তিনি। এতে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। ১৩ বলে ২৮ রান করেন জাকের।

৬ বলে সিলেটের লক্ষ্য দাঁড়ায় ২৩ রান। প্রথম বলেই ছক্কায় মোস্তাফিজকে ছক্কা হাঁকাট সাইমুল্লাহ শিনওয়ারি। পরের বলে চার মেরে সিলেটকে জয়ের আশা দেখান তিনি। তৃতীয় বলে সিঙ্গেল নিলে চতুর্থ বলে ক্যাচ আউট হন ১৩ বলে ২৯ রান করে আরিফুল। পঞ্চম বলে শিনওয়ারি রান আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে পারে তারা। এতে ৬ রানের জয় পায় ঢাকা ক্যাপিটালস।

ঢাকা ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা দুটি করে উইকেট নেন। এ ছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকত ও মুকিদুল ইসলাম শিকার করেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন তানজিদ তামিম ও লিটন কুমার দাস। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। ১৬ বলে ২২ রান করে আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি কোয়েট জেও (৯)। ৭ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন মোসাদ্দেক হোসেন।

তবে সাব্বিরকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন লিটন। ৩৮ বলে ফিফটি তুলে নেন এই ক্রিকেটার। ইনিংস বড় করতে পারেননি সাব্বির। ২১ বলে ২৪ রান করে আউট হন তিনি। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকেন থিসারা পেরেরা। তাকে সঙ্গ দেন ওপেনার লিটন।

দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোতে থাকে ঢাকা। ৪৮ বলে ৭০ রান করে ১৯তম ওভারের শেষ বলে আউট হন লিটন। পরের ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন থিসারা পেরেরাও। ১৭ বলে ৩৭ রান করেন তিনি। শেষ পর্যন্ত মুকিদুলের ১ রান এবং ফরমানুল্লাহর ৪ রানে ভর করে ১৯৬ রানের বড় পুঁজি পেয়েছিল ঢাকা ক্যাপিটালস।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  ঢাকা ক্যাপিটালস   সিলেট   মোস্তাফিজ   লিটন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লামায় ইটভাটায় প্রশাসনের অভিযানে ১১ লক্ষ টাকা জরিমানা
গণমাধ্যমকে অবশ্যই পূর্ণ স্বাধীনতা দিতে হবে: জুনায়েদ সাকী
মাদক কারবারির হাতে লাঞ্ছিত প্রধান শিক্ষক, গ্রেফতারের দাবীতে মানববন্ধন
কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি
নকলায় দুই সাংবাদিক নেতা গ্রেফতার

সর্বাধিক পঠিত

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার
পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত
ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধের নোটিশ
আদিতমারীতে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
শরীয়তপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝